সুরাইয়া পারভিন : বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়। উদার আকাশ - ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪২৭, শুধু সম্প্রীতির নয়, সাংস্কৃতিক সমন্বয়ের উদাহরণ - নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বহু ভাষা ও বহু ধর্মের দেশ এই ভারত। এই দেশের মূল্যবান সংস্কৃতির টানে বহির্দেশ থেকে বহু মানুষ এখানে এসেছেন এবং এদেশের সংস্কৃতির মেলবন্ধনে বাঁধা পড়েছেন। সংস্কৃতির কাজ হল এই বহুত্বের মধ্যে সমন্বয় সাধন। তাকে স্মরণে রেখে ‘উদার আকাশ’ প্রকাশ করেছে ‘ঈদ-শারদ উৎসব সংখ্যা - ১৪২৭’। সংখ্যাটি প্রকাশ করতে গিয়ে প্রখ্যাত লেখক ও পুরাণ-রামায়ণ-মহাভারত-গবেষক ও শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলেন, আজকাল ভারতবর্ষে যে মুহূর্তগুলো চলছে তা আমার কাছে খুবই হন্তারক সময় বলে মনে হয়। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে হিংসা দ্বেষ - এগুলো নিয়ে আছে। কিন্তু ভারতবর্ষ এমনই একটা দেশ যেটা Mutilingual, Multireligious। শত শত নয়, হাজার হাজার বছর ধরে এদেশ সেরকমভাবেই চলছে। এখানে যেমন Brahminism ছিল, Buddhism ছিল, তেমনি নাথ সম্প্রদায়েরা ছিলেন, শৈব সম্প্রদায়েরা ছিলেন, আছেন অনন্ত সম্প্রদায়। তাঁরা সহবাস করেছেন। যাঁরা বিদেশ থেকে এসেছিলেন, তৎকালীন দিনে, তাঁদেরও অ...
বাংলা সাহিত্য - অন-লাইন বাংলা ম্যাগাজিন
Comments
Post a Comment